• নির্বাচনের জন্য ৩৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সামনেই দেশের লোকসভা নির্বাচন। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। দেশজুড়ে অবাধ, শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে শান্তিপূর্ন ভোটের জন্য কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে তা জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আধিকারিকদের রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেকথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে। প্রায় সাড়ে তিন লক্ষ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করার কথা জানানো হয়েছে। ভোট, নির্বাচনের সময় ইভিএম, স্ট্রং রুমের, গণনা কেন্দ্রে পাহারা সহ একগুচ্ছ দায়িত্ব তাঁদের কাঁধে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য অনুযায়ী যে ভাগ পাঠিয়েছে, সেই অনুযায়ী বাংলায় তারা মোতায়েন করতে চায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তরপ্রদেশের জন্য ২৫২ কোম্পানি, বিহারের জন্য ২৯৫ কোম্পানি, ছত্তিশগড়ের জন্য ৩৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানানো হয়েছে। চলতি বছরেই বিধানসভা নির্বাচন বেশ কয়েকটি রাজ্যে।অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা নির্বাচন। কোন রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় তারা সেকথাও জানানো হয়েছে। অন্ধ্র এবং ওড়িশার জন্য ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অরুণাচল প্রদেশের জন্য ৭৫ এবং সিকিমের জন্য ১৭ কোম্পানি।
  • Link to this news (আজকাল)