• কৃষক বিক্ষোভের পাল্টা অভিযান কর্মসূচি বিজেপির
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি:ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনি করার দাবিতে দিল্লি অভিযান চলছে কৃষকদের। তার পাল্টা এবার আন্দোলনে নামল বিজেপির কিষান মোর্চা। বিগত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের তরফে কৃষকদের জন্য করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রচার চালানো হবে এই অভিযানে। সংগঠনের সভাপতি রাজকুমার চাহার জানিয়েছেন, গাঁও পরিক্রমা যাত্রা অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চালু করা কৃষকদের প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।সোমবার এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজকুমার চাহার। তাঁর বক্তব্য, কৃষকদের আন্দোলন দেশের মানুষকে বোঝাতে চাইছে মোদি সরকার কৃষকদের জন্য কিছু করেনি। সেই ধারণা বদলে দেওয়াই গাঁও পরিক্রমা যাত্রার মূল উদ্দেশ্য। সারা দেশের মোট ২ লক্ষ গ্রামে এই অভিযান হবে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের থেকে কৃষকদের প্রত্যাশা সম্পর্কেও তথ্য নেওয়া হবে এই যাত্রার মাধ্যমে। পাশাপাশি কৃষকদের এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বলে মন্তব্য করেছে বিজেপির কিষান মোর্চা। সংগঠনের দাবি, কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, নমো ড়্রোন দিদির মতো উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সেগুলি এবার গ্রামে গ্রামে গিয়ে তুলে ধরা হবে এই অভিযানের মাধ্যমে। রাজকুমার চাহারের কথায়, "কেন নির্বাচনের আগে কৃষকদের বিক্ষোভ হচ্ছে? কেন শুধুমাত্র পাঞ্জাব থেকেই এই আন্দোলন সংগঠিত হচ্ছে? এই আন্দোলনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।" কৃষকদের বিক্ষোভের মধ্যে কংগ্রেস, আম আদমি পার্টি এবং বামেদের হাত রয়েছে এবং তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত বলে দাবি চাহারের। গাঁও পরিক্রমা অভিযানের মাধ্যমে কিষান মোর্চা কৃষক এবং শ্রমিকদের থেকে তথ্য নেবে। সেই তথ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হবে একটি বুকলেট আকারে।
  • Link to this news (আজকাল)