• ড্রোন দিয়ে কাঁদানে গ্যাসের হামলা আটকাতে ঘুড়ি ওড়ালেন আন্দোলনকারী কৃষকরা...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষকদের দিল্লি চলো আন্দোলন আটকাতে এবার কাঁদানে গ্যাসের হামলা করছে দিল্লি পুলিশ। সেই হামলা আটকাতে অভিনব পন্থা অবলম্বন করলেন কৃষকরা। ঘুড়ি ওড়াতে দেখা গেল আন্দোলনকারী কৃষকদের। মঙ্গলবার কৃষকদের আন্দোলন আটকাতে ড্রোন হামলা চালায় পুলিশ। তবুও হার মেনে নেয়নি কৃষকরা। কৃষকদের মিছিল শুরুর আগে পাঞ্জাব-দিল্লি-হরিয়ানা সীমান্তে সিমেন্টের স্ল্যাব, কাঁটাতার ইত্যাদি দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে কৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই কৃষকদের অভিযানে কাঁদানে গ্যাসের গোলা ছোড়ে পুলিশ। বহু প্রতিবাদী কৃষককে আটক করেছে পুলিশ। বুধবার পাঞ্জাব থেকে পায়ে হেঁটে, ট্র্যাক্টরে করে দিল্লির উদ্দেশে রওনা হন বিক্ষোভকারী কৃষকরা। পাঞ্জাবে পুলিশ তাদের পথ আটকায়নি। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে হরিয়ানা পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি শুরু হয়। এরপরই কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল।
  • Link to this news (আজকাল)