• সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, শতবর্ষে শ্রদ্ধার্ঘ সুকুমার রায়ের প্রতি...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হল বাগদেবীর আরাধনা। এবারে একাধিক পুজোয় লক্ষ্য করা গেছে থিমের ছোঁয়া। শতবর্ষে সুকুমার রায়ের প্রতি পড়ুয়াদের থিমের শ্রদ্ধা আবোল তাবোল। সঙ্গে সম্পূর্ণ কাগজ কেটে তৈরি করা সরস্বতী প্রতিমা। ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের পড়ুয়ারা সরস্বতী পুজোয় কাগজ কেটে রং তুলি দিয়ে সুকুমার রায়ের লেখা কবিতার কিছু অংশের মাধ্যমে থিম আবোল তাবোল কে ফুটিয়ে তোলার চেষ্ঠা করেছে। পাশাপাশি কাগজের তৈরি দশ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা নজর কেড়েছে। বিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় বালা জানান, বিদ্যালয়ে প্রতি বছর পুজো হয় নিষ্ঠার সঙ্গে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র ছাত্রীরা এই পুজো করে। পড়ুয়াদের তরফে এই বছর খুব সুন্দর একটি থিম করেছে আবোল তাবোল। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী মাধবী মিস্ত্রি বলছে, কবি সুকুমার রায়কে শ্রদ্ধা জানাতে এবছরের পুজোর থিম আবোল তাবোল। কাগজ কেটে কেটে লেখকের কবিতার অংশ ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সহযোগীতায় তৈরি করা হয়েছে কাগজের প্রতিমা।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)