• সরস্বতী পুজোয় শ্রীরামপুরে ছোটদের জন্য মিনি চিড়িয়াখানা
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: বিদ্যার দেবীর আরাধনায় অভিনব চিড়িয়াখানার আয়োজন শ্রীরামপুরে। যেখানে রয়েছে হাতি, গণ্ডার, হরিণের পাশাপাশি দেশ-বিদেশের নানান পাখি। বুধবার সকাল থেকেই যা দেখতে ভিড় উপচে পড়েছে ছোটদের। পাশাপাশি ভিড় জমিয়েছেন বড়রাও। সরস্বতী পুজোকে কেন্দ্র মহেশের নেহেরু নগর কিশোর-যুবক সঙ্ঘের ৩৩তম বর্ষের থিম "ফিরে দেখা সেই শৈশব"। উদ্যোক্তাদের মতে বর্তমান প্রজন্মের কাছে অনেক পশু-পাখিই অজানা। খুদেরা বর্তমান পরিবেশে অনেক কিছুই আর দেখতে পান না। অতীতে অনায়াসেই খোলা পরিবেশে অনেক জীবজন্তুর দেখা মিলত। খোলা আকাশে উড়ে বেড়াতে দেখা যেত রং বেরঙের নানান পাখি। এখন সেগুলো অতীত। বিগত দিনে তবু সার্কাসের টেন্টে হাতি ঘোড়া বাঘ সিংহ ইত্যাদি প্রাণীদের দেখা মিলত। বর্তমানে সার্কাস আর হয় না, হলেও সেই প্রাণীদের আর দেখা মেলে না। শিশুরা যাতে সেই সমস্ত পশু-পাখির সমারোহে ঘেরা মণ্ডপ দর্শন করে আনন্দ পায় সে জন্যই এই আয়োজন। এখানকার প্রতিমা সম্পূর্ণ সাবেকি। ভিড় জমিয়েছে কচিকাঁচা থেকে বহু সাধারণ মানুষ।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)