সরস্বতী পুজোর দিন থেকেই শীত উধাও হতে শুরু করেছে। চড়তে শুরু করেছে পারদ। বৃহস্পতিবার সকাল থেকে হালকা ঠান্ডা থাকলেও, শীত যে বিদায় নিতে শুরু করেছে তার আভাস মিলছে। তবে আজ রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টিই নয়, দমকা হাওয়াও বইতে পারে বেশ কয়েকটি জেলায়।