• বাগদেবীর আরাধনায় মগ্ন আরশাদ আলি
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: পুজোর আয়োজন থেকে উপাচার। সঙ্গে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করা সবেতেই আরশাদ। গতানুগতিক ভাবে প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীর পূর্ণ তিথিতে বাগদেবীর আরাধনায় মগ্ন হয় চন্দননগর রক্ষিত স্কুল। এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি, পুজো হয়েছে। তবে সেই পুজো ছিল অন্যান্য বছরের তুলনায় একটু অন্য রকম। এবছর স্কুলের পুজো করে কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ষষ্ট শ্রেণীর ছাত্র আরশাদ আলি। বুধবার সকাল সকাল স্কুলে পৌঁছয় আরশাদ। অংকের স্যারের সঙ্গে সরস্বতী পুজো নানান উপাচার সম্পন্ন করে। তার পর অংশ নেয় মূল পুজোয়। স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে পুজো করে।এদিন অঙ্কের শিক্ষক অসীম বটব্যাল বলেছেন, সরস্বতী হচ্ছেন বিদ্যা, শিল্পকলার দেবী। সব স্কুলের মত ওই স্কুলেও পুজো হয়ে আসছে দীর্ঘ দিন। এবারে পুজোর সেই গদে বাঁধা রীতির বাইরে গিয়ে স্কুলের দিদিরা তন্ত্র ধারকের কাজ করেছেন। পুরোহিত ছাড়াই, উচ্চারিত হয়েছে সংস্কৃত মন্ত্র। মুখরিত হয়েছে স্কুল প্রাঙ্গণ। তিনি এবং আরশাদ পুজোর যাবতীয় উপাচার সম্পন্ন করেছেন। তিনি চান অশিক্ষার অন্ধকার কেটে গিয়ে শিক্ষার আলো সবার কাছে পৌঁছক। আর এভাবেই জাতি ধর্ম নির্বিশেষে বাগদেবীর আরাধনায় মগ্ন হোক পড়ুয়ারা। আরশাদ বলেছে, সে তার শিক্ষকের সঙ্গে সরস্বতীর আরাধনা করেছে। মন্ত্র উচ্চারণ করেছে। আরতি করেছে। আগে কোনোদিন করেনি। তার পুজো করতে খুব ভাল লেগেছে।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)