ফের সন্দেশখালি রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । ১৪৪ ধারা জারি থাকায় এবার তিনি সঙ্গে নিয়েছেন ৩ জন বিধায়ককে। কিন্তু ১৪৪ ধারা চলাকালীন শুভেন্দু অধিকারী সন্দেশখালি পৌঁছালে পরিস্থিতি যে ভয়ানক ঘোরালো হতে পারে তা বিলক্ষণ জানেন তাঁর একসময়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই নন্দীগ্রামের (Nandigram) বিধায়ককে আটকাতে কোনও কসুর করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাস্তায় রাস্তায় বাঁশের কেল্লা বানিয়ে ফেলেছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।