• Rohit Sharma century: দেশের লজ্জা বাঁচিয়ে দুরন্ত শতরান রোহিতের! ছক্কায় ছক্কায় চূর্ণ সৌরভ-ধোনির রেকর্ড
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • India vs England Rajkot Test

    : টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma century) নিজের ১১তম শতরান করে গেলেন রাজকোটে। টসে জিতে ভারত প্ৰথমে ব্যাটিং নিয়েছিল। তবে শুরুতেই নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে ৩৩ তোলার ফাঁকেই ভারত টপ অর্ডারের যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদারকে হারিয়ে ফেলে। এরপরেই চতুর্থ উইকেটে ব্যাটিংয়ের হাল ধরেন রোহিত-জাদেজা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)