• Viral: জিভে জল আনা চকোলেট কফি, পরিবেশনের অনন্য স্টাইল চমকে দেবে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • গত কয়েক বছরে ফিউশন কফি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। কফি তৈরির নতুন পদ্ধতির ভিডিও সামনে এসেছে ইন্টারনেটের দৌলতে। এবার সামনে এসেছে অভিনব এক ভিডিও। যাতে আইসক্রিমের কোণে চকোলেট কফির আইডিয়া নিয়ে হাজির হয়েছে একটি ক্যাফে।ইনস্টাগ্রাম রিলটি ভাইরাল হচ্ছে। যাতে দেখা যাচ্ছে আইসক্রিম কোণে কফি বিক্রি করছে একটি ক্যাফে। ভিডিওতে আইসক্রিম কোণে কফি ঢেলে তা পরিবেশন করতে দেখা যায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)