আজ কৃষক বিক্ষোভের তৃতীয় দিন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে প্রতিবাদী কৃষক এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যে, তিন কেন্দ্রীয় মন্ত্রীর একটি প্রতিনিধি দল আজ আবারও চণ্ডীগড়ে কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা, শিল্প- বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বৃহস্পতিবার বিকেল ৫টায় কৃষকদের দাবি দাওয়া নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন। এর মধ্যে বিশেষ করে ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) নিশ্চিত করার আইন নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে কৃষক সংগঠনের তরফে।