• রোহিতের শতরান, শুরুর ধাক্কা সামলে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ তে ২২ রানে ৪ উইকেট হারানোর পর একাই দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও একাই প্রাচীর হয়ে দাঁড়ালেন রোহিত শর্মা। আরও একটি টেস্ট শতরান ভারত অধিনায়কের। ১৫৭ বলে একশোয় পৌঁছে যান। এক বছর পরে টেস্টে শতরান। গত জানুয়ারিতে শেষবার লাল বলের ক্রিকেটে একশো করেছিলেন। এদিন ২১ রানের মাথায় একবার জীবন ফিরে পান। স্লিপে তাঁর ক্যাচ ফস্কান জো রুট। আর কোনও সুযোগ দেননি। খোলস ছেড়ে বেরিয়ে পড়েন ভারত অধিনায়ক। ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর রোহিতের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। চায়ের বিরতির পর প্রথম ওভারেই রেহান আহমেদের বলে ২ রান নিয়ে টেস্টে নিজের ১১তম শতরান সম্পূর্ণ করেন রোহিত। ইনিংসে রয়েছে ২টি ছয়, ১১টি চার। প্রথম সেশনের শেষে ৩ উইকেটে ৯৩ রান ছিল ভারতের। দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৯২ রান যোগ করে রোহিত-জাদেজা জুটি। রাজকোটে উডদের ভয়ঙ্কর শুরুর পর দ্বিতীয় সেশনে উইকেট তুলতে ব্যর্থ ইংল্যান্ডের বোলাররা। পুরোটাই শাসন করে ভারতীয়রা। ঘরের মাঠে আরও একটি অর্ধশতরান রবীন্দ্র জাদেজার। ৯৭ বলে ৫০ রানে পৌঁছে যান ভারতীয় অলরাউন্ডার। চোট সরিয়ে ফিরেই ব্যাট হাতে সফল। তবে দিনটা রোহিতের।আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর অধিনায়ক থাকার ঘোষণা নতুন করে চার্জড আপ করে দিয়েছে ভারতের নেতাকে। রাজকোটে অধিনায়কোচিত ইনিংস এল রোহিতের ব্যাট থেকে। ৫৫ ওভারের শেষে ৩ উইকেটে ভারতের রান ১৯৪। চতুর্থ উইকেটে ইতিমধ্যেই ১৬২ রান যোগ করেছে রোহিত-জাদেজা জুটি। ১৩১ বলে ৬৯ রানে অপরাজিত জাড্ডু। ১৬৭ বলে ১০৬ রানে ব্যাট করছেন রোহিত। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে শক্ত ভীতের ওপর দাঁড় করানোর চেষ্টায় এই জুটি। 
  • Link to this news (আজকাল)