• টি-২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত, ভাগ্য ঝুলে রইল বিরাটের
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রহস্যের উদঘাটন। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বুধবার রাতে জয় শাহ জানিয়ে দেন, রোহিতের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। জয় শাহ বলেন, "টানা দশ জয়ের পর আহমেদাবাদে আমরা বিশ্বকাপ না জিতলেও, মন জয় করেছি। আমি প্রতিজ্ঞা করছি, ২০২৪ এ বার্বাডোজে আমরা রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতব। আমরা ভারতের পতাকা তুলে ধরব।" নিরঞ্জন শাহের নামে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম নামকরণের অনুষ্ঠানে এসে এই কথা বলে বোর্ড সচিব। এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, মুখ্য নির্বাচক অজিত আগরকর, ভারতীয় দলের কয়েকজন সদস্য এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। অতিথিদের মধ্যে সুনীল গাভাসকর এবং অনিল কুম্বলেও ছিলেন। আগের টি-২০ বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পাণ্ডিয়া। প্রায় এক বছর দেশের জার্সিতে কোনও টি-২০ ম্যাচ খেলেননি রোহিত। আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে তাঁর টি-২০ তে প্রত্যাবর্তন হয়। সেই থেকেই আসন্ন বিশ্বকাপে অধিনায়কত্ব নিয়ে জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল, হার্দিকের নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত। অবেশেষে রোহিতের হাতেই ব্যাটন তুলে দিল বোর্ড। সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এর ব্যাখ্যাও দেন বোর্ড সচিব। মূলত একদিনের বিশ্বকাপে রোহিতের ব্যাটিং ফর্ম এবং হার্দিকের চোট পাওয়ায় প্রবণতাই বোর্ড কর্তাদের সিদ্ধান্ত প্রভাবিত করেছে। জয় শাহ বলেন, "বিশ্বকাপে হার্দিক চোট পেলে কে অধিনায়কত্ব করবে? আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে মাত্র ২২ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে আর কোনও উইকেট না হারিয়ে দলকে ২১২ রানে পৌঁছে দেন রোহিত। এরপর কি আর প্রশ্ন করা যায়? ওর যোগ্যতা আছে। বিশ্বকাপে আমাদের টানা দশটা ম্যাচ জিতিয়েছে। আমরা ফাইনাল জিতিনি। তবে এটা খেলার অঙ্গ।" অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা হলেও, বিরাট কোহলির ভাগ্য এখনও ঝুলে রইল। টি-২০ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা জানা নেই। বর্তমানে ব্যক্তিগত কারণে জাতীয় দলের বাইরে বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেই। টি-২০ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে কোনও ম্যাচ খেলেননি কোহলি। তাই তাঁর আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। 
  • Link to this news (আজকাল)