• রোহিতের অর্ধশতরানে‌ রাজকোটে প্রাথমিক ধাক্কা সামলাল ভারত ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে প্রথম দিনের প্রথম সেশনের শেষে রোহিত শর্মার অর্ধশতরানে লড়াইয়ে ফিরল ভারত। খাদের কিনারে থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মধ্যাহ্নভোজের আগেই ৩ উইকেট হারায় ভারত। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করেই জোড়া উইকেট তুলে নেন মার্ক উড। অন্য উইকেট টম হার্টলির। লাঞ্চে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৯৩। উইকেটে আছেন রোহিত শর্মা (৫২) এবং রবীন্দ্র জাদেজা (২৪)। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হয় সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের। কিন্তু টসে জিতে রোহিতের ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারত। একটা সময় তিন উইকেটের বিনিময়ে স্কোর ছিল ৩৩। ১০ রানে ফেরেন যশস্বী জয়েসওয়াল। ২২ রানে প্রথম উইকেট পড়ে। সেখান থেকে ৩৩ রানে ৩। খাতাই খুলতে পারেননি শুভমন গিল। শূন্য রানে ফেরেন দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান। কেএল রাহুল না থাকায় তৃতীয় টেস্টেও দলে জায়গা পান রজত পাটিদার। কিন্তু আবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। ৫ রানে আউট হন। একদিকে পরপর উইকেট হারালেও অন্য প্রান্ত আঁকড়ে পড়ে থাকেন রোহিত। অল্প রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়ায় নবাগত সরফরাজ খানকে না নামিয়ে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে পাঠানো হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ট্যাকটিক্স সফল। বন্ধ হয় উইকেট পড়া। তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করে রোহিত-জাদেজা জুটি। ৭১ বলে অর্ধশতরানে পৌঁছে যান ভারত অধিনায়ক। ইনিংসে রয়েছে ৮টি চার। প্রথম দুই টেস্টে ব্যর্থ হলেও রাজকোটে রানে ফিরলেন রোহিত। কয়েকঘন্টা আগেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতই অধিনায়ক থাকবে। এটাই হয়তো ভারতের নেতাকে বাড়তি অক্সিজেন দিয়েছে। 
  • Link to this news (আজকাল)