• ‌‘‌ইন্ডিয়া’‌ জোটে ফের ধাক্কা, জম্মু–কাশ্মীরে একা লড়ার সিদ্ধান্ত ফারুক আবদুল্লার ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইন্ডিয়া’‌ জোটে ফের ধাক্কা। জম্মু–কাশ্মীরে একাই লড়বে ন্যাশনাল কনফারেন্স। জানিয়ে দিলেন ফারুক আবদুল্লা। নিজেদের শক্তি অনুযায়ী লড়াইয়ের কথা জানিয়েছেন এই নেতা। তাঁর কথায়, ‘‌আসন সমঝোতার কথা মাথায় রেখেই বলছি, ন্যাশনাল কনফারেন্স আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের শক্তির উপর নির্ভর করেই লড়বে। এব্যাপারে কোনও দ্বিমত নেই। এই বিষয়ে আর কোনও প্রশ্নও হতে পারে না।’‌ প্রসঙ্গত, জম্মু–কাশ্মীরের তিন বারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ‘‌ইন্ডিয়া’‌ জোটের অন্যতম নেতা ছিলেন। একাধিক বৈঠকে তিনি অংশও নেন। আচমকা কেন একা ভোটে লড়ার সিদ্ধান্ত, সে ব্যাপারে কিছু জানাননি এই নেতা। বলেও দিয়েছেন, ‘‌জোট নিয়ে আর কোনও কথা নয়।’‌ গত মাসেই অবশ্য আবদুল্লা জোটের আসন বন্টন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিছুদিন আগে জম্মু–কাশ্মীর ক্রিকেট বোর্ডে আর্থিক জালিয়াতির অভিযোগে আবদুল্লাকে তলব করেছিল ইডি। এরপর এদিন আচমকাই জম্মু–কাশ্মীরে একা লড়ার সিদ্ধান্ত নিলেন আবদুল্লা। 
  • Link to this news (আজকাল)