• ‌ লোকসভা ভোটে প্রার্থী করাই লক্ষ্য, সাত কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যসভায় পুনরায় মনোনয়ন দিল না বিজেপি...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সাত কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যসভায় পুনরায় মনোনয়ন দিল না বিজেপি। ওই সাত জনের এপ্রিলেই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু পুনরায় মনোনয়ন না দেওয়ার অর্থ লোকসভায় ওই সাত জনকে প্রার্থী করতে চায় বিজেপি। রাজ্যসভায় বিজেপি ফের যাদের মনোনয়ন দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বাদ হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তথ্যপ্রযুক্তি মন্ত্রী (‌জুনিয়র)‌ রাজীব চন্দ্রশেখর, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা, ক্ষুদ্র ও সমবায় মন্ত্রী নারায়ণ রানে। সূত্রের খবর এই সাত জনকে লোকসভা ভোটে নামাতে চাইছে বিজেপি। সূত্রের খবর, ধর্মেন্দ্র প্রধানকে তাঁর হোম টাউন ওড়িশার সম্বলপুর কিংবা ঢেকনাল থেকে দাঁড় করাতে চায় বিজেপি। ভূপেন্দ্র যাদবকে রাজস্থানের আলওয়ার কিংবা মহেন্দ্রগড় থেকে দাঁড় করানো হতে পারে। চন্দ্রশেখরকে বেঙ্গালুরুর কোনও একটি কেন্দ্রে দাঁড় করাতে চান মোদি। মাণ্ডব্যকে ভাবনগর বা সুরাটে প্রার্থী করা হতে পারে। রূপালাকে রাজকোটে দাঁড় করাতে পারে দল। আবার মুরলিধরনকে নিজের রাজ্য কেরালায় প্রার্থী করতে পারে বিজেপি। রাজ্যসভায় বড় নামের মধ্যে ফের যাদের মনোনয়ন দিয়েছে বিজেপি, তার মধ্যে আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী এল মুরুগান। 
  • Link to this news (আজকাল)