• সালারে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মৃত ১, আহত কমপক্ষে ২৫ জন
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিবাদ এবং তার থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হল মুর্শিদাবাদের সালার থানার পূর্বগ্রাম এলাকা। দু"দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন এবং মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুখচাঁদ শেখ (৬২) । তাঁর বাড়ি তালিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তালিপুর এলাকায় একটি ক্রিকেট ম্যাচের ফলাফল এবং তারপর একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং বচসা হয়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ঘটনা প্রসঙ্গে বলেন, "বৃহস্পতিবার সকালে তালিবপুর অঞ্চলের একটি বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মিঠু শেখ নামে এক যুবকের বাবা সুখচাঁদ শেখ স্থানীয় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের কিছু অনুগামী তার ওপর চড়াও হয়।"হুমায়ুন অভিযোগ করেন , "মোস্তাফিজুরের অনুগামীরা ওই বৃদ্ধকে শাবল, লাঠি এবং হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেভাবে আমাদের দলেরই এক নিরস্ত্র কর্মীকে আমাদের দলেরই অন্য কিছু সমর্থক খুন করল, তার নিন্দা করার ভাষা নেই।" সুখচাঁদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই অশান্ত হয়ে ওঠে পূর্বগ্রাম। তৃণমূল কংগ্রেসের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও হুমায়ুনের তোলা অভিযোগ অস্বীকার করে ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন ,"বুধবার সন্ধে নাগাদ ইভটিসিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্বপাড়া গ্রামে দু"দল গ্রামবাসীর মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনার জেরে দু"দল গ্রামবাসীর মধ্যে ফের একবার সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন সুখচাঁদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। " সালার থানার এক শীর্ষ আধিকারিক জানান, "সংঘর্ষের ঘটনার পর এলাকায় পুলিশি তল্লাশি শুরু হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। "
  • Link to this news (আজকাল)