• সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক তার পরের দিনই, বৃহস্পতিবার সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারেও সায়েন্সসিটির সামনে সাময়িক বাধা পান তিনি। এর আগে, সোমবার সেখানে যাওয়ার পথে বাধা পান তিনি সহ গেরুয়া শিবিরের নেতারা। পথে বাধা, বেশ কয়েকঘন্টার অপেক্ষার পর তিনি জানিয়েছিলেন, ১৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তিনি যাবেন সন্দেশখালি। সেই মতো বৃহস্পতিবার, চারজন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। শান্তি ফেরাতে সন্দশখালির ১৯টি গ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবার জানান, ১৪৪ ধারা মেনেই তিনি যাচ্ছেন সেখানে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যাচ্ছেন শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, তাপসী মণ্ডল। সূত্রের খবর, এদিন সন্দেশখালি যাচ্ছে বাম-কংগ্রেসও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন পুলিশ-র‍্যাফ।
  • Link to this news (আজকাল)