• ‌প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল ব্যাহত ব্যান্ডেল–কাটোয়া শাখায়, সমস্যায় যাত্রীরা ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচল ব্যাহত হল ব্যান্ডেল–কাটোয়া শাখায়। রেল সূত্রে খবর, প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়াতেই এই বিপত্তি। জানা গেছে, এদিন ভোরের দিকে একটি হাওড়ামুখী লোকাল ট্রেন কুন্তিঘাট স্টেশন ছাড়ার সময়ে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। রেল সূত্রে খবর, প্যান্টোগ্রাফ ভেঙে ডাউন লাইনে ওভারহেডের তারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়তে থাকে ডাউন কাটোয়া–হাওড়া এবং ডাউন কাটোয়া–ব্যান্ডেল লোকাল। বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও আটকে পড়ে। রেল জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে। তবে সকালের ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। 
  • Link to this news (আজকাল)