• ভয় পাওয়ার কোনও কারণ নেই, বিধায়কদের কেন বললেন মমতা'
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দলীয় বিধায়কদের "ভোকাল টনিক" দিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, "জমিতে গিয়ে কাজ করুন। ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাইকে জেলে পোরা অত সস্তা নয়।"  রাজ্যে ইতিমধ্যেই দুই মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হয়ে জেলে আছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তল্লাশি চালানো হয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতেও। ফলে কেন্দ্রীয় এজেন্সি বা তদন্তকারী সংস্থার ভয় যাতে কোনওভাবেই নেতা-কর্মীদের গ্রাস না করে সেজন্যই দলের সবাইকে চাঙ্গা করতে মমতা এই কথা বললেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।  এদিন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ কর বলেন, "মার্কিং করে করে করছে। কোনও কোনও আসন জেতার জন্য।"
  • Link to this news (আজকাল)