• সন্দেশখালি দাঙ্গাপ্রবণ, 'বাসা' রয়েছে আরএসএস-এর, বিধানসভায় বললেন মমতা ...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত কয়েকদিনে সুর চড়িয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায় এদিন উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। শুরুতেই তিনি বলেন, "জীবনে আমি কোনওদিন কোনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।" ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি কাণ্ডে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ইডি ঢুকল। তারপরেই সবাইকে বার করে দিয়ে, সংখ্যালঘু, আদিবাসীদের মধ্যে ঝগড়া বাধিয়ে দিল।" ঘটনা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, "কারও কোনও ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। সরকার সিদ্ধান্ত নেবে।" বলেন, মহিলা সদস্যরা, পুলিশ রয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে কথা শুনছে। এসে রিপোর্ট করার পর, সমস্যা থাকলে তা নিয়ে কাজ করা হবে। তাঁর মতে, "আগে জানতে হবে সমস্যা কী।" বিধানসভায় মমতা সাফ জানান, সন্দেশখালির ঘটনা নতুন নয়, সেখানে "বাসা" রয়েছে আরএসএস-এর। মুখ্যমন্ত্রী বলেন, "ওখানে আরএসএস-এর বাসা আছে। ৭-৮ বছর আগেও দাঙ্গা হয়েছিল।" দাঙ্গাপ্রবণ এলাকাগুলির মধ্যে ওই এলাকাও রয়েছে বলে জানান। বহিরাগতরা সন্দেশখালিতে গোলমাল তৈরি করছে বলেও এদিন বলেন তিনি। বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, "যারা কথা বলে যায়, তাঁরা উত্তর শোনার জন্য উপস্থিত থাকে না। শোনার মতো ধৈর্য বা মানসিকতা কোনওটাই তাঁদের নেই।" উল্লেখ্য, জানুয়ারি থেকেই চর্চায় সন্দেশখালি। শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের যাওয়া, অনুগামীদের প্রতিরোধ এবং কয়েকদিনের মাথায় শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্দশখালিতে বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ মিছিল বিরোধীদের। সেসবের মাঝেই মুখ্যমন্ত্রীর বিধানসভা-বক্তব্যে উঠে এল ঘটনা প্রসঙ্গ।
  • Link to this news (আজকাল)