• চোপড়া কাণ্ডে রাজভবনে তৃণমূল
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। এই ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ রাজ্যের শাসক দল। চোপড়া কণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি তাঁদের। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ সহ তৃণমূলের প্রতিনিধি দল বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যায়। দিনকয়েক আগেই তৃণমূলের প্রতিনিধিরা রাজ্যপালকে এই মর্মে একটি চিঠি লিখেছিলেন। ১৫ তারিখ সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল। সোমবার চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। জানা যায়, খেলতে খেলতেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাটির নিচ থেকে উদ্ধার করে শিশুদের হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। চোপড়া থানার চেতনাগছ গ্রামটি ভারত ও বাংলাদেশের সীমানায়। এখানে একটি নিকাশি নালা তৈরি হচ্ছিল বিএসএফের তত্ত্বাবধানে। যদিও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল ড্রেনের কাজে তাদের কোনও ভূমিকা নেই। শিশুরা সেখানে খেলতে গিয়ে নালায় পড়ে গেলে আচমকাই মাটিতে ধস নামে। চাপা পড়ে শিশুরা। দ্রুত উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। মাটির নিচ থেকে বের করে শিশুদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। বিএসএফ এর গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালির মতোই রাজ্যপালকে চোপড়াও যেতে হবে বলে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। বাংলার শাসক দলের দাবি, চোপড়া কাণ্ডেও হস্তক্ষেপ করুন রাজ্যপাল।
  • Link to this news (আজকাল)