• সাংসদপদে মনোনয়ন জমা সাগরিকা ঘোষ-মমতাবালা ঠাকুরের
    ২৪ ঘন্টা | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই জানা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের নাম। দলের তরফে জানানো হয়েছিল, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বেছেছেন বলেই জানা গিয়েছে ৷  বৃহস্পতিবার, সাংসদ পদে মনোনয়ন জমা দেন সাগরিকা ঘোষ। একইসঙ্গে এদিন মনোনয়ন জমা দিয়েছেন মমতা বালা ঠাকুর। 

    লোকসভা নির্বাচনের আগেই ১৫ রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। এর মধ্যে রয়েছে বাংলার পাঁচ আসন রয়েছে। আর সেই নির্বাচনে এবার তৃণমূলের নতুন মুখ সাগরিকা। রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার চমক ছিল তৃণমূলের। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। এই নিয়ে তিন বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন।বাংলা ছাড়াও একসঙ্গে রাজ্যসভার নির্বাচন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান,উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ,ওডিশা, গুজরাট, হিমাচল প্রদেশে। 
  • Link to this news (২৪ ঘন্টা)