Mimi Chakraborty: কেন রাজনীতিতে অনিহা তারকা সাংসদ মিমি চক্রবর্তীর? জানুন ১০ কারণ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Why Mimi Chakraborty Resigned From Jadavpur MP Post:
বিধানসভায় গিয়ে বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোর কাছে ইস্তফা দিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তা গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সংবাদ মাধ্যমে রাজনীতি সম্পর্কে প্রবল অনিহা ও বিরক্তি প্রকাশ করেছেন এই তারকা সাংসদ। সাফ দাবি করেছেন যে, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। মিমি জানিয়েছেন যে, যে দল তাঁকে টিকিট দিয়েছিল, কাজের সুযোগ দিয়েছিল, আগে সেই দলের নেত্রীকে সবটা জানিয়েছেন তিনি। এরপর নেত্রীর অনুমদ পেলেই তিনি সাংসদ পদের ইস্তফাপত্র লোকসভার স্পিকারের হাতে জমা করবেন।