• Ravindra Jadeja: আমার জন্যই আউট হয়েছে সরফরাজ! দিন শেষেই ক্ষমা চেয়ে ভেঙে পড়লেন জাদেজা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Ravindra Jadeja on Sarfaraz Khan run out :

    অভিষেক টেস্ট ম্যাচে তাঁর ভুল কলেই বৃহস্পতিবার আউট হয়েছেন টিম ইন্ডিয়ার সরফরাজ খান। আর, তারপরই ড্রেসিংরুমে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এসব দেখে অনুতপ্ত রবীন্দ্র জাদেজাও। স্বীকার করে নিলেন, সরফরাজকে কল করাটা তাঁর ভুল হয়েছিল। এই ব্যাপারে জাদেজার প্রতিক্রিয়া, ‘আমি দুঃখিত। এটা আমার ভুল কলের জন্যই হয়ে গেল।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)