India vs England, Rajkot Test, Sarfaraz Khan run out-fifty:
অভিষেকেই নজরকাড়া হাফসেঞ্চুরি সরফরাজ খানের। বহু প্রতীক্ষার পর অভিষেক ঘটেছিল মুম্বইয়ের তারকা ব্যাটারের। টেস্ট ক্যাপ হাতে নিয়ে আবেগে ভেসে গিয়েছিলেন। বাবা কেঁদে ফেলেছিলেন। গ্যালারিতে সমর্থন জানাতে হাজির ছিলেন স্ত্রী। তবে আবেগের এই সমস্ত টুকরো টাকরা কোলাজ বাদ দিলে তাঁর ইনিংসে কোনও অপরিণত মনস্কতার ছাপ ছিল না।