শেষ পর্যন্ত মোদী সরকারকে কুপোকাত করতে শাসক দলের অর্থভাণ্ডারে আঘাতের যে নীতি বিরোধীরা নিয়েছিলেন, তাতে তাঁরা আংশিক সফল হলেন। ২০১৭ সালে মোদী সরকার নির্বাচনী বন্ডের ঘোষণা করেছিল। তার প্রায় পরপরই বিরোধী দল সিপিএম ২০১৮ সালে এই বন্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। সিপিএমের পাশাপশি, স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’, স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-সহ বেশ কিছু সংগঠন নির্বাচনী বন্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছে।