• ক্যানসারের ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে রাশিয়া, ঘোষণা পুতিনের ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্যানসারের ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে রাশিয়া- এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া শিগগিরই এ ভ্যাকসিন রোগীদের জন্য সহজলভ্য করবে। স্থানীয় সময় মস্কো ফোরামে বক্তৃতা দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। অবশ্য প্রস্তাবিত ভ্যাকসিনগুলো ঠিক কোন ধরনের ক্যানসার সারাবে বা কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি পুতিন।ভ্লাদিমির পুতিন বলেন, “আমরা নতুন প্রজন্মের তথাকথিত ক্যানসার ভ্যাকসিন এবং ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি, শিগগিরই এই টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা থেরাপির পদ্ধতি হিসেবে ব্যবহার করা হবে।”বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর বিরুদ্ধে বর্তমানে ছয়টি লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন রয়েছে। এইচপিভি জরায়ুমুখের ক্যানসার সহ অনেক ধরনের ক্যানসার সৃষ্টি করে। সেই সঙ্গে হেপাটাইটিস বি (এইচবিভি)-এর বিরুদ্ধেও ভ্যাকসিন রয়েছে যা লিভার ক্যানসার সৃষ্টি করতে পারে।গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অনেক দেশ ও কোম্পানি ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গত বছর ব্রিটেন সরকার ‘ব্যক্তিগত ক্যানসার চিকিৎসা’ প্রদান করতে ক্লিনিকাল ট্রায়াল চালু করার জন্য জার্মান-ভিত্তিক বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটি এই কাজে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
  • Link to this news (আজকাল)