• ছিটকে গেলেন পার্দো, ইস্টবেঙ্গলে সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরও একজন নতুন বিদেশি ইস্টবেঙ্গলে। চোটের জন্য গোটা মরশুম থেকে ছিটকে গেলেন হোসে অ্যান্তোনিও পার্দো। তাঁর বদলে তড়িঘড়ি বাকি মরশুমের জন্য লাল হলুদে সই করলেন সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ। ভিয়ারিয়াল সিএফ, রেডস্টার বেলগ্রেড এবং ডায়নামো কিয়েভের হয়ে খেলেছেন ৩১ বছরের ডিফেন্ডার। সার্বিয়ার অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন তিনি। মেসিকে আটকানোর অভিজ্ঞতা আছে সার্বিয়ান ডিফেন্ডারের। বেলের বিরুদ্ধেও খেলেছেন তিনি। ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামার জন্য উদগ্রীব। আলেকজান্ডার বলেন, "ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। এবছর কয়েকটা উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছে ক্লাব। আমি ফ্যানদের আরও খুশি করার চেষ্টা করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কোচ কার্লেস এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ।" এত দ্রুত চোট পাওয়া প্লেয়ারদের পরিবর্ত খুঁজে আনায় কর্তাদের প্রশংসা করলেন ইস্টবেঙ্গল কোচ। আলেকজান্ডারের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন কার্লেস কুয়াদ্রাত। 
  • Link to this news (আজকাল)