• ত্রিপুরায় 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে আর্ট কলেজের সরস্বতী মূর্তিতে শাড়ি পরালো এবিভিপি ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • সমীর ধর,আগরতলা: দেবী সরস্বতীর মূর্তিতে শাড়ির বদলে অন্য পোশাক থাকায় অশ্লীলতার অভিযোগ এনে ত্রিপুরা সরকারি আর্ট কলেজে ধুন্ধুমার কাণ্ড বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি এবং বজরঙ দলের। কলেজেরই এক ছাত্রের তৈরি মূর্তি বসিয়ে পুজো হচ্ছিল। দেবীমূর্তির পরণে শাড়ির বদলে কিছুটা রাজস্থানি ধরনের পোশাক পরিয়েছিলেন শিল্পী। উপস্থিত ছিলেন অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। হঠাৎই সেখানে হাজির হয়ে "জয় শ্রীরাম" ধ্বনি দিতে থাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বজরঙ দলের সদস্যরা। "সনাতন ধর্মের অপমান করা চলবে না" বলেও শ্লোগান দেয় তারা। অধ্যাপকরা বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হন। ছুটে আসেন অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, দেশের বিভিন্ন মন্দিরগাত্রে খোদাই করা সরস্বতী-মূর্তির অনুকরণেই একজন ছাত্র কলেজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এটা তৈরি করেছেন। এই রকম দেবীমূর্তি নতুন কিছু নয়। কিন্তু "সনাতনপন্থী" বলে পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা এই মূর্তি দিয়ে কিছুতেই পুজো হতে দেওয়া হবে না বলে জানায় এবং জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। অধ্যক্ষ উপায় না দেখে বোঝানোর চেষ্টা ছাড়েন। সরস্বতীর মূর্তিতে শাড়ি পরিয়ে পুজো হয়। শেষে বসানো হয় নতুন মূর্তি। এবিভিপি নেতা দিবাকর ব্যানার্জির কথায়, ভারতীয় সনাতন সংস্কৃতিকে অপমান করতে দেওয়া যায় না। 
  • Link to this news (আজকাল)