• আপাতত পাঞ্জাব সফর স্থগিত মমতার, ১ মার্চ থেকে দেওয়া হবে ১০০ দিনের কাজের টাকা ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আপাতত পাঞ্জাব সফর স্থগিত রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা ছিল আগামী ২১ ফেব্রুয়ারি তিনি পাঞ্জাবে যাবেন। কিন্তু বৃহস্পতিবার বিধানসভায় মমতা জানিয়েছেন, পাঞ্জাবে যে কৃষক আন্দোলন শুরু হয়েছে তা বিবেচনা করেই আপাতত সফর স্থগিত রেখেছেন তিনি।  একইসঙ্গে মমতা জানান, ১০০ দিনের কাজ করেও মজুরি পাননি যারা তাঁদের টাকা ২১ ফেব্রুয়ারি নয়‌। ১ মার্চ থেকে দেওয়া হবে। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা।  তিনি জানিয়েছেন, পাঞ্জাব সফরের সঙ্গে তাঁর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কথাও ছিল। কিন্তু কৃষক বিক্ষোভের কথা বিবেচনা করে তিনি এইমুহূর্তে সফর স্থগিত রেখেছেন। সফর বাতিলের কথা তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও বলেন মমতা। তবে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। মমতার কথায়, এখন কৃষকদের পাশে দাঁড়ানো অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, "আমাদের সবার উচিত কৃষক আন্দোলনের পাশে থাকা।"
  • Link to this news (আজকাল)