• লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সেলিম-অধীর বৈঠক স্থগিত...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে "ইন্ডিয়া" জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক-সিপিএম এবং কংগ্রেসের মধ্যে রাজ্যের লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বহরমপুরের সম্ভাব্য বৈঠকটি বৃহস্পতিবার হল না। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই বৈঠক বৃহস্পতিবার বহরমপুর টাউন ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই বৈঠক খুব শীঘ্রই হবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের ৪২ টি লোকসভা আসনে লড়ার জন্য সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট।প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসকে কটি আসনে লড়াই করবে তা নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে সেলিমের বহু চর্চিত বৈঠক কোথায় হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস দু"তরফেই চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম জানিয়ে দেন অধীর চৌধুরীর সাথে তার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে সেই বৈঠক স্থগিত রাখা হচ্ছে। সেলিম বলেন,"যেহেতু আমি দলীয় কর্মসূচিতে এই সময়ে বহরমপুরে থাকব এবং অধীরবাবুও যেহেতু মুর্শিদাবাদ জেলাতে রয়েছেন তাই একটি বৈঠক হওয়ার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে আমাদের দলের জেলা কমিটির বৈঠক, সম্পাদকমন্ডলীর বৈঠক এবং এক দলীয় কর্মীর বাড়িতে ডোমকলে যাওয়ার জন্য সময়ের অভাবে বৈঠক স্থগিত রাখা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে অধীরবাবুর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি দিল্লি ফিরে গেলে একটি সুবিধাজনক দিন দেখে এবিষয়ে বিস্তারিত আলোচনা হবে।"মহম্মদ সেলিম আরও বলেন,"রাজ্যের ৪২ টি লোকসভা আসনের লড়ার জন্য বামফ্রন্টের তরফ থেকে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রার্থীদের নাম এখনও ঠিক হয়নি। "তিনি বলেন,"বামফ্রন্টের মধ্যে এবং বাইরে এবিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী মনোভাবাপন্ন দল যেমন কংগ্রেস এবং আইএসএফের সঙ্গেও আলোচনা হবে।" যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,"মহম্মদ সেলিম বলতে পারবেন কিভাবে তিনি এই বৈঠকের কথা ঘোষণা করেছেন। আমার সঙ্গে এবিষয়ে কোনও আলোচনা হয়নি।"
  • Link to this news (আজকাল)