• বহরমপুরে শতাব্দী প্রাচীন বাগান থেকে বেআইনিভাবে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বহরমপুর থানার রাজধরপাড়া-কাটাবাগান এলাকার একটি শতাব্দী প্রাচীন বাগান থেকে গত কয়েকদিন ধরে বেআইনিভাবে বহু প্রাচীন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল কিছু কাঠ মাফিয়ার বিরুদ্ধে। রাতের অন্ধকারে বহু প্রাচীন শাল, সেগুন এবং আম গাছ কেটে নেওয়া হলেও প্রশাসনের শীর্ষ স্তরে স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানিয়েও গাছ কাটা বন্ধ করতে পারেননি।  স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাগান প্রাথমিক স্কুলের কাছে প্রায় ২৮ বিঘার বেশি জায়গা জুড়ে একটি শতাব্দী প্রাচীন বাগান রয়েছে। সেই বাগানে বহু পুরনো সেগুন, শিশু, শাল ,আম, লিচু প্রভৃতি প্রায় ৩০০-৪০০ গাছ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। অভিযোগ উঠেছে -গত কয়েকদিন ধরে জনৈক আসাদুল শেখের নেতৃত্বে কিছু দুষ্কৃতী রাত বারোটার পর থেকে ওই বাগানের গাছ কাটা শুরু করছেন এবং ভোরের আলো ফোটার আগেই ছোট ছোট মোটর ভ্যানে করে কাটা গাছ, ডাল এবং গাছের গুড়ি বিভিন্ন এলাকাতে পাচার করে দিচ্ছেন। রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হানিফ শেখ বলেন, "গত বছরও কিছু ব্যক্তি বেআইনিভাবে ওই বাগান থেকে প্রচুর গাছ কেটে নিয়েছিল। সেই সময় প্রশাসনে অভিযোগ জানানোর পর কয়েকজন ব্যক্তিকে আটক করা হয় এবং গাছ কাটা বন্ধ হয়েছিল। তবে গাছ কাটার সাথে যুক্ত সকলেই ছাড়া পেয়ে গেছে।"
  • Link to this news (আজকাল)