• ‌চন্দননগরে অত্যাধুনিক কিডনি চিকিৎসা কেন্দ্র
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ কিডনি জনিত নানান রোগে আর কলকাতা দৌড়ে যাওয়ার প্রয়োজন রইল না। বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার প্রতিম সেনগুপ্তর তত্ত্বাবধানে চন্দননগরে চালু হল নেফ্রোকেয়ার মাল্টি স্পেশালিটি ক্লিনিক অ্যান্ড ডায়ালিসিস ইউনিট। বৃহস্পতিবার সকালে চন্দননগর সার্কাস ময়দানের বিপরীতে মানকুন্ডু স্টেশন রোড এলাকায় ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (একেনবাবু), আইসি চন্দননগর শুভেন্দু ব্যানার্জি সহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, এতদিন জেলায় কিডনি চিকিৎসার বিশেষ কোনও ব্যবস্থা ছিল না। কিডনি সমস্যা হলেই দৌড়তে হত কলকাতায়। এবার এই সমস্যা মিটবে। এই ক্লিনিক বিশেষ করে কিডনি জনিত রোগের চিকিৎসার লক্ষ্যে তৈরি করা হয়েছে বলে তিনি জানান। অস্ত্রোপচার ছাড়াও এই ক্লিনিকে থাকছে হৃদরোগ, গাইনো সহ সব ধরনের রোগের চিকিৎসার আধুনিক ব্যবস্থা। চিকিৎসার জন্য ক্লিনিকে সব রোগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। এছাড়াও এমার্জেন্সি পরিষেবা দেওয়ারও ব্যবস্থা থাকছে। রয়েছে ডায়ালিসিস, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি সহ সব রকমের পরীক্ষার ব্যবস্থা। ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)