• বিজেপির ক্যাম্প করা কাজ নয়, চোপড়া কাণ্ডে বিএসএফ-এর শাস্তি চাইলেন মমতা ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। এই ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ রাজ্যের শাসক দল। চোপড়া কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি তাদের। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ সহ তৃণমূলের প্রতিনিধি দল বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যায়। এদিকে বৃহস্পতিবারই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল চোপড়া প্রসঙ্গ। শাস্তি চাইলেন বিএসএফ-এর। চোপড়ায় মৃত্যু হয়েছে ৪ শিশুর। এদিন বিধানসভায় রাজ্যপালের কাছে শাসকদলের প্রতিনিধি যাওয়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রশ্ন করেন, শিশুদের প্রাণের দাম নেই? এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, "সেই বিএসএফ-এর শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্র সরকারকে।" বিএসএফ-এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। মসজিদের ইমামকে অত্যাচার, এলাকায় এলাকায় গিয়ে গেরুয়া প্যাকেটে জিনিস বিতরণ। ছবি সহ প্রমাণও দেখান বিধানসভায়। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, "তোমার কাজ সীমান্ত পাহারা দেওয়া, বিজেপির ক্যাম্প করা নয়।"
  • Link to this news (আজকাল)