• ওভারহেডের তার ছিঁড়ে হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
    দৈনিক স্টেটসম্যান | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন পরিষেবা ব্যাহত হাওড়া-কাটোয়া শাখায়। আজ বৃহস্পতিবার সকালে এই শাখার বলাগড় ব্লকের খামারগাজি ও ডুমুরদহের মাঝে ঘটেছে এই ঘটনা। এই রুটের ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে পড়েছে বলে জানা গিয়েছে। এরফলে প্রায় ৫০ মিনিট ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ছুটে আসেন রেল কর্মীরা। দ্রুত মেরামতির ফলে চালু হয়ে যায় পরিষেবা। যদিও ডাউন লাইনে দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকে। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন কাটোয়া-হাওড়া ও ডাউন-কাটোয়া-বান্ডেল লোকাল। শুধুমাত্র জিরাট স্টেশন পর্যন্ত দুদিকেই পরিষেবা চালু আছে। ব্যাপক দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)