টাকিতে 'আক্রান্ত' সুকান্ত! ডিজি-সহ ৩ পুলিসকর্তাকে দিল্লিতে তলব...
২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাকিতে ধুন্ধুমারে অসুস্থ রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কীভাবে? রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমারকে এবার দিল্লিতে তলব করল ব লোকসভা এথিক্স ব্রাঞ্চ। সঙ্গে বসিরহাটের পুলিস সুপার ও উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিস সুপারকেও। কবে? সোমবার।ঘটনার সূত্রপাত বুধবার। সেদিন বিজেপি আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাট। পুলিসের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সুকান্ত।
এদিকে লাঠিচার্জের পর, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিস। তাঁদের মুক্তি দাবিতে মধ্য়রাত পর্যন্ত থানার সামনে ধরনায় বসেন সুকান্ত-সহ বিজেপি নেতারা। শেষে রাজ্য় বিজেপি সভাপতি-সহ সকলকেই আটক করে নিয়ে যাওয়া হয় বসিরহাট স্টেডিয়ামে। ঘণ্টা খানেক পর ছাড়া পান তাঁরা।রাতে টাকির একটি গেস্ট হাউসে ছিলেন সুকান্তরা। সকালে পুলিসের চোখে ধুলো দিয়ে ইছামতীর ঘাটে পৌছে যান সুকান্ত-সহ বিজেপি নেতারা। সরস্বতী পুজো করেন। এরপর পুলিস যখন তুলে আনার চেষ্টা করে, তখন গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামার সময়ে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন।বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'সন্দেশখালি ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সুকান্ত মজুমদার ছিলেন টাকিতে। টাকিকে দুর্গ বানানো হল কেন? টাকি কেন অররূদ্ধ হল? কেন গেস্ট হাউসের সামনে লাঠিচার্জ করা হল? কেন মহিলা কর্মীরা আক্রান্ত হলেন? কেন সরস্বতী ঠাকুরের হাত ভাঙল'? সুকান্ত মজুমদার যখন গাড়ির উপর থেকে পড়ে গেলেন, তখনও লাঠিচার্জ বন্ধ হয়নি। পার্টি কর্মী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিস বাধা দিয়েছে'।শমীকের মতে, 'চরম বিপদ ঘটতে পারে যেকোনও সময়ে। জীবন চলে যেতে পারত। তাঁকে (সুকান্ত মজুমদার) শেষ করার দেওয়ার প্রচেষ্টা হয়েছে। অভিযোগ করা হচ্ছে। কেউ তো অস্বীকার করতে পারে না'। জানান, 'এটা স্পিকারের এক্রিয়ার। স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন। স্পিকার খোঁজ নিয়েছেন। পুলিসকে জবাব দিহি করতে হবে'।সবিস্তারে আসছে...