চাকরির খোঁজে গিয়ে হিংসার কবলে বিহারের যুবক। চলে গেল তরতাজা প্রাণ। মৃত্যুর ঘটনায় দিশেহারা প্রকাশের পরিবার। হলদওয়ানি হিংসার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। পরিস্থিতি এখন অনেকটাই স্বভাবিক। হিংসার ঘটনায় নিহত হন মোট পাঁচজন। যার মধ্যে রয়েছেন বিহারের এক যুবক।