Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
বড় হয়ে অনেক রেস্তোরাঁ খোলার বড়ই সাধ। ভবিষ্যতের সেই স্বপ্ন পূরণে কলকাতার ফুটপাতে একলা হাতে লড়ছে সাগর। বড় হওয়ার অদম্য জেদ প্রতিনিয়ত যেন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। সকাল থেকে রাত হাড়ভাঙা পরিশ্রম করে ইতিমধ্যেই বছর উনিশের এই কিশোর সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোড়ন ফেলেছে।