• চাঁদে পাড়ি দিচ্ছে প্রথম ব্যক্তিগত মহাকাশযান
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারাল থেকে চাঁদে যাত্রা করেছে একটি ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান। ওডিসিয়াস নামের এই মহাকাশযানের মালিক ইনটিউটিভ মেশিনস্।এর আগে দেশটির যত মহাকাশযান চাঁদে অবতরণ করছে সেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাসার অধীনে ছিল। এই যানটি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে চাঁদে গমনকারী প্রথম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বীকৃতি পাবে ইনটিউটিভ মেশিনস্। বিজ্ঞানী আশা করছেন চাঁদের দক্ষিণ মেরুতে জলের অস্তিত্ব থাকতে পারে। তাই, রোবটচালিত এই যানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে। ২২ ফেব্রুয়ারি এই যানটি চাঁদে অবতরণ করবে বলে খবর। 
  • Link to this news (আজকাল)