• ফের স্কুলে ঢুকে হামলা, এবার রায়গঞ্জে অস্ত্র নিয়ে শিক্ষিকার ওপর চড়াও হল দুষ্কৃতীরা ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের হামলা শিক্ষকদের ওপর। এবার নরেন্দ্রপুর নয়। ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে এক শিক্ষিকাকে কোপাল দুষ্কৃতীরা। আহত শিক্ষিকার নাম রত্না খাতুন। জানা গিয়েছে, তিনি যে স্কুলে শিক্ষকতা করেন সেটি একটি প্রাইমারি স্কুল। এদিন তিনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন কয়েকজন দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং তাঁর ওপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে তিনি শৌচাগারের ভেতর ঢুকে পড়লেও রক্ষা পাননি। ধারাল অস্ত্র দিয়ে তাঁর হাত, পেট ও মুখে আঘাত করা হয়। তাঁর চিৎকারে ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা‌। তাঁদের প্রচেষ্টাতেই শেষপর্যন্ত রক্ষা পান তিনি। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি সমস্যার থেকে এই হামলা হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্ত করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)