Sandeshkhali Incident: পুলিশি বাধায় শেষমেষ হাল ছাড়ল বিজেপি, রামপুর থেকে রাজভবনের পথে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
BJP Fact Finding Team At Sandeshkhali: সন্দেশখালি যেতে আগেই আটকানো হয়েছিল সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে। শুক্রবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও সন্দেশখালিতে ঢুকতে দিল না পুলিশ। তৃণমূল বাহিনীর চরম নির্যাতনের কথা তুলে ধরেছেন সন্দেশখালির ‘নির্যাতিতা’রা। যা নিয়ে প্রবল শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই সব ‘নির্যাতিতা’দের সঙ্গে কথা বলতে এদিন সকালে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা সন্দেশখালির গ্রামগুলি পরিদর্শনে যান। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। শুরু হয় বাক বিতণ্ডা। শেষমেশ রামপুরে রাস্তার উপরে বসে পড়েন তাঁরা। ঘন্টাখানেক এই অবস্থার পর শেষমেষ রামপুর থেকে উঠে যান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। পুরো ঘটনার বিবরণ রাজ্যপালকে জানাতে রাজভবনের পথে এই টিম।