Digha: বেড়ানোর দুরন্ত অভিজ্ঞতা হবে দিঘায়! পর্যটকদের জন্যই অভূতপূর্ব এই উদ্যোগ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Digha:
রাজ্যের পর্যটন মানচিত্রে সমুদ্রনগরী দিঘার স্থান বরাবরই উপরের দিকে থাকে। বছরভর দিঘায় (Digha) পর্যটকদের (Tourists) ভিড় লেগেই থাকে। এবার দিঘাতেই পর্যটক এবং পুন্যার্থীদের জন্য নয়া এক ঠিকানা খুলে যাবে শীঘ্রই। দিঘায় নতুন এই তৎপরতা এলাকার পর্যটনের (Tourism) বিকাশে দারুণ সহায়ক হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওয়াকিবহাল মহল।