• Kavita Chaudhary Death: ক্যানসার কেড়ে নিল প্রাণ, প্রয়াত উড়ান সিরিয়ালের অভিনেত্রী কবিতা চৌধুরী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অভিনেত্রী কবিতা চৌধুরী, যিনি এখনও তার টেলিভিশন অনুষ্ঠান উড়ান এবং সার্ফ বিজ্ঞাপনে ললিতাজির চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয়, বৃহস্পতিবার পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কবিতা চৌধুরীর ভাগ্নে অজয় সায়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে অমৃতসরে মারা যান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)