: স্বপ্নের অভিষেক ঘটিয়েছেন। তাঁকে ঘিরে প্রত্যাশার যে হাইপ উঠেছে, তা যে ফ্লুক ছিল না, ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন সরফরাজ খান। টানা তিন বছর ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সেরা পারফর্মার। তার জন্য আওয়াজ উঠেছিল। টিম ইন্ডিয়ায় তাঁর আগমন যে নিতান্তই এমনি এমনি নয়, বুঝিয়ে দিয়েছেন মুম্বইকর।