Viral: তুষারাবৃত পাহাড়ের কোলে ভুবন ভোলানো সুর, তবলা শিল্পীর তোলপাড় ফেলা পারফরম্যান্স মন কাড়ল সকলের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
তুষারাবৃত পাহাড়ের কোলে ভুবন ভোলানো তবলার সুর। ‘মাহিয়ে জিন্না সোহনা’তে আলোড়ণ ফেললেন এক শিল্পী। হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সুনামির বেগে ভাইরাল হয়েছে। ভিডিওতে শিল্পীকে তুষারাবৃত পাহাড়ের কোলে তবলার সুরে ঝড় তুলতে দেখা যাচ্ছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)