• শহিদ মিনারে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শ্রদ্ধার্ঘ
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • জয়ন্ত আচার্য , ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শুক্রবার সকালে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদের উদ্যােগে হল এক অনুষ্ঠান। প্রতি বছরই ভাষা দিবসের আগে ঢাকায় এই উদযাপন হয়। বক্তারা বলেন , অমর একুশে ফেব্রুয়ারি বিশ্বের সব ভাষার মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করেছে । আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক জহিরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ মাহাফুজুল ইসলাম, ভারতীয় দূতাবাস প্রতিনিধি জয়ন্ত বকশি, সাংসদ আরোমা দত্ত। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার ফাদার জোসেফ কুলোন্দাই, ফাদার অনিল গোমস, ফাদার জোসেফ রাজ, ফাদার অ্যান্টনি আরোক। উপস্থিত ছিলেন প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক ফিরদৌসল হাসান, বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর ও তপশ্রী গুপ্ত, সুজয় সাহা, দীপন দাস। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন , একুশে চেতনা ব্যর্থ হয়নি। একুশের পথ ধরে বাংলাদেশ স্বাধীনতা এসেছে । তাই একুশ সারা বিশ্বের গর্ব ।  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন , পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষ যারা মাতৃভাষায় কথা বলতে চায় ২১ ফেব্রুয়ারি তাদের এ অধিকার দিয়েছে ।  বঙ্গবন্ধুর ডাকে ও একুশের চেতনায় আমাদের বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র উঠিয়ে বলেছিল আজকে থেকে আমাদের দেশ স্বাধীন। ভারতীয় দূতাবাস প্রতিনিধি জয়ন্ত বকশি বলেন , বাংলাদেশ এখন চার ধাপ এগিয়েছে । ব্রিটিশ বিবোধী আন্দোলনে জয়ী হয়ে এক ধাপ এগিয়েছে । একুশে ফ্রেরুয়ারি সফলতা পেয়েছে। স্বাধীনতা লাভ করেছে। এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে আছে। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় । শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা । মশাল প্রজ্জ্বলিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
  • Link to this news (আজকাল)