• পেরুতে আঘাত হানল ৫.৪ মাত্রার ভূমিকম্প
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠল পেরু। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে মধ্যাঞ্চলে ৫.৪ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, এই তথ্য। কম্পনের কেন্দ্রস্থল ছিল হুয়ারাল শহরে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এই দেশটি "রিং অব ফায়ার" নামে পরিচিত।
  • Link to this news (আজকাল)