• বিহারে রাহুলের যাত্রায় জিপ চালালেন তেজস্বী
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত জোড়র পর, ভারত জোড় ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। বিহারে রাহুলের ন্যায় যাত্রায় পাশে তেজস্বী যাদব। শুক্রবার বিহারের সাসারামে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। যাত্রার কিছু মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তেজস্বী। তাতে দেখা গিয়েছে, রাহুল এবং কংগ্রেস নেতাদের জিপে চালকের আসনে রয়েছেন খোদ তিনি। নীতীশ কুমার বিরোধী জোট ছাড়ার পর, শুক্রবারই প্রথম, যেদিন রাহুল গান্ধীর সঙ্গে একত্রে মঞ্চে তেজস্বী। ভারত জোড় ন্যায় যাত্রার ৩৪তম দিনে একগুচ্ছ কর্মসূচি রাহুলের। রোহতাসে কৃষকদের সঙ্গে কথোপকথন, কৈমুরে সমাবেশ সহ একগুচ্ছ কর্মসূচি রাহুলের। শুক্রবার বিকেলেই তিনি যাচ্ছেন উত্তরপ্রদেশে। শুক্রবার ভারত জোড় ন্যায় যাত্রা প্রবেশ করবে উত্তরপ্রদেশের চন্দৌলিতে। মাঝে ২২ এবং ২৩ তারিখ ন্যায় যাত্রা স্থগিত থাকলেও, ২৫ তারিখ পর্যন্ত যোগী রাজ্যে থাকবেন রাহুল। উল্লেখ্য, বৃহস্পতিবার রাহুলের যাত্রা পৌঁছয় ঔরঙ্গাবাদে।
  • Link to this news (আজকাল)