• কৃষকদের সুবিধার্থে প্রকল্পের কাজ করছে কেন্দ্র: মোদি
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রে বিজেপি সরকার কৃষকদের সুবিধার্থে নয়া প্রকল্প তৈরি করবে। ইতিমধ্যেই তাঁর পরিকল্পনা চলছে। দিল্লিতে কৃষক আন্দোলনের মাঝেই হরিয়ানা থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মোদি হরিয়ানার রেওয়াড়ি এমসের উদ্বোধন করেন। সেখানে জনসভাতেই এই বার্তা দিয়েছেন তিনি। কৃষকদের সুবিধা নিয়ে বলতে গিয়ে এদিন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে একাধিকবার আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে আগে কৃষকদের ব্যাঙ্ক থেকে লোন পর্যন্ত দেওয়া হত না। বর্তমানে যাতে তাঁদের লোন নিতে কোনোরকম অসুবিধা না হয় তার প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। চারদিনে পা দিয়েছে কৃষক আন্দোলন। হরিয়ানা এবং পাঞ্জাব থেকে ২০০ কৃষক সংগঠন রওনা দিয়েছে দিল্লির পথে। একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে তাদের। তা সত্ত্বেও দমে যাননি কৃষকরা। শুক্রবারেও কাঁদানে গ্যাসের হামলা চালিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)